৬ চৈত্র, ১৪৩১ - ২১ মার্চ, ২০২৫ - 21 March, 2025

রাবিতে শিক্ষক দিবস উদযাপিত : শ্রদ্ধা ও স্মৃতির আবেশে দিনব্যাপী আয়োজন

আমাদের প্রতিদিন
1 month ago
66


রাবি সংবাদদাতা:

শ্রদ্ধা, স্মৃতি ও আন্দোলনের চেতনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পালিত হয়েছে ‘শিক্ষক দিবস’। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোর থেকে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।

শহীদ বুদ্ধিজীবী ড. শামসুজ্জোহা স্মরণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন, উপাচার্য ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় কালো পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শহীদ ড. শামসুজ্জোহার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব, উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দিন ও অধ্যাপক মো. ফরিদ উদ্দিন খান, কোষাধ্যক্ষ অধ্যাপক মতিয়ার রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়। এতে শহীদ ড. জোহার কন্যা সাবিনা জোহা খান (ডালিয়া) উপস্থিত থেকে আবেগাপ্লুত কণ্ঠে বলেন,

"পাঁচ দশক পরেও শিক্ষার্থীরা বাবাকে মনে রেখেছে—এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না। জাতীয়ভাবে দিবসটির স্বীকৃতি পাওয়ার দাবি সবারই তোলা উচিত।"

শ্রদ্ধা জানাতে শিক্ষার্থীরা ব্যানার ও ফুল হাতে দলে দলে আসতে থাকে। বিভিন্ন হল, বিভাগ, ইনস্টিটিউট ও সংগঠনের পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবও শ্রদ্ধা নিবেদন করে।

এর আগে সকালে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনুসহ শাখা ছাত্রদল নেতাকর্মীরা শহীদ ড. শামসুজ্জোহার সমাধিতে শ্রদ্ধা জানান।

শহীদ জোহার আত্মত্যাগের কথা স্মরণ করে উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, "যেখানেই অন্যায়, নিপীড়ন, শোষণের বিরুদ্ধে শিক্ষার্থীরা লড়াই করেছে, সেখানেই ড. জোহার নাম উচ্চারিত হয়েছে। কিন্তু আজও দিবসটি জাতীয় স্বীকৃতি পায়নি। এটি শুধু রাবির নয়, পুরো দেশের শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের প্রতীক।"

তিনি শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টার কাছে দিনটিকে ‘জাতীয় শিক্ষক দিবস’ হিসেবে স্বীকৃতি দেওয়ার জোরালো আহ্বান জানান।

১৯৬৯ সালের এই দিনে গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের রক্ষায় জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের তৎকালীন রিডার ড. সৈয়দ মহম্মদ শামসুজ্জোহা। পাকিস্তানি বাহিনীর গুলিতে শহীদ হন তিনি, যিনি বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী।

এই আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে প্রতিবছর ১৮ ফেব্রুয়ারি ‘শিক্ষক দিবস’ হিসেবে রাবিতে পালিত হয়। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চান, এটি হোক সারাদেশের শিক্ষক দিবস।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth