৩১ আষাঢ়, ১৪৩২ - ১৬ জুলাই, ২০২৫ - 16 July, 2025

গঙ্গাচড়ায় চাঞ্চল্যকর শিশু হত্যা মামলার আসামী গ্রেফতার

4 weeks ago
293


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়ায় চাঞ্চল্যকর শিশু হত্যা মামলার আসামী রুবেল মিয়াকে (২৮) গ্রেফতার করেছে র‌্যাব। রুবেল লালমনিরহাট কালীগঞ্জ উপজেলার সুন্দ্রাহবি গ্রামের মতিয়ার রহমানের ছেলে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য র‌্যাব গঙ্গাচড়া মডেল থানায় রুবেলকে হস্তান্তর করেছে।  সোমবার (১৬ জুন) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন, র‌্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

তিনি জানান, গঙ্গাচড়া সদর চেংমারী এলাকার বেলাল হোসেনের ছেলে জিসান হোসেন রাহিম (৮) গঙ্গাচড়ার একটি এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসায় লেখাপড়া করতো। গত ২৯ মে রাতে এতিমখানা থেকে জোরপূর্বক নিয়ে গিয়ে জিসানকে হত্যা করা হয়। পরের দিন লহ্মীটারী ইউনিয়নের মহিপুর পুরাতন ক্যানেলের পাশ থেকে জিসানের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গঙ্গাচড়া থানায় একটি হত্যা মামলা হলে ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুর আড়াইটায় লালমনিরহাটের তুষভান্ডার থেকে রুবেল মিয়াকে গ্রেফতার করা হয়।    

র‌্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, চাঞ্চল্যকর হত্যা মামলা হওয়ায় র‌্যাব তদন্ত করছিল। এরই প্রেক্ষিতে রুবেল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। জিসানের মায়ের সাথে আর্থিক লেনদেন জনিত বিরোধের জেরে শিশুটিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth