৩১ আষাঢ়, ১৪৩২ - ১৬ জুলাই, ২০২৫ - 16 July, 2025

তারাগঞ্জে জমির পাকা ধান কেটে নিতে মালিককে মারধর ও হত্যার হুমকি

2 weeks ago
264


তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

তারাগঞ্জে জমির পাক ধান কেট নিতে জমির মালিককে মারধর ও হত্যার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার ( ২৫ জুন) দুপুরে ঘটনাটি ঘটেছে উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের হাজিপাড়া গ্রামে। জানাগেছে, ওই গ্রামের মৃত ইয়াছন আলীর বড় ছেলে রবিউল ইসলাম তাদের বাড়ির পাশে ৫০ শতক পৈত্রিক জমিতে লাগানো বোরো পাকা ধান কাটতে যান। এ সময় একই গ্রামের মৃত ইলিয়াস আলী ছেলে জান্নাতুল ইসলাম (২৭), জাহিদুল ইসলাম(৩১), জাকির হোসেন ( ২৩), ও সাইফুল ইসলাম (৪৫) ওই জমি তারা বন্ধক নিয়েছেন এমন অজুহাত দেখিয়ে  রবিউল ইসলামকে ধান কাটতে বাধা প্রদান করেন। এ সময় রবিউল ইসলামকে  প্রতিবাদ করলে তাকে মারধর করেন তারা। জমির পৈত্রিক সূত্রে পাওয়া মালিক রবিউল ইসলাম জানান, আমি আমার নিজের জমিতে ধান কাটতে গেলে প্রতিপক্ষ জান্নাতুল ইসলামসহ তারা ৪ ভাই আমাকে ধান কাটতে বাধা দেন এবং মারধর করে হত্যার হুমকি দেন। রবিউল ইসলামের ছো্ট্ট ভাই রেজাউল ইসলাম জানান, এ ঘটনায় জান্নাতুল ইসলামসহ ৪ ভাইয়ের বিরুদ্ধে থানায় মামলা করার প্রস্তুতি নিয়েছি।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth