১১ আশ্বিন, ১৪৩২ - ২৬ সেপ্টেম্বর, ২০২৫ - 26 September, 2025

রংপুরে পিকআপ-ট্রাকের সংঘর্ষে নিহত-৩, আহত-২

3 hours ago
12


নিজস্ব প্রতিবেদক:

রংপুরের দমদমা ব্রিজের কাছে পিকআপের সঙ্গে বালুবাহী ট্রাকের সংঘর্ষে একই পরিবারের দুইজনসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোর রাতে দমদমা ব্রিজের ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে আসা একটি পিকআপকে বালুবাহী ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে মোতালেব, তার স্ত্রী শাহীনা বেগম ও এক বছরের সন্তান ওয়ালিদ নিহত হন।

স্থানীয় সূত্রে আরো জানা যায়, পিকাআপে করে মোতালেব তার পরিবার নিয়ে ঢাকা থেকে রংপুর পীরগাছার নিজ বাসায় রওয়ানা দেন। রংপুর দমদমায় এসে ব্রীজের পাশে ইউটার্ন নেয়ার সময় এ দুর্ঘটনা কবলিত হয়। এতে মোতালেবের স্ত্রী শাহীনা বেগম ও দুই বছরের সন্তান ওয়ালিদ নিহত হন। একইসঙ্গে পিকাপের হেলপার আরিফ নিহত হয়। মোতালেব ও পিকাআপের ড্রাইভার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

পীরগাছার একজনা জানান, যে তিনজন মারা গিয়েছে তার মধ্যে দুজন মা এবং ছেলে, ছেলেটির বয়স আড়াই থেকে তিন বছর হবে। তারা আমাদের এলাকার। পরিবারসহ ঢাকা গিয়েছিল নিজের ভবিষ্যৎ গড়তে। তারা বাড়ি আসার উদ্দেশ্যে পিকআপ ভাড়া করে ঢাকায় থাকা সমস্ত মালামাল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। কিন্তু বাড়িতে আর আসা হলো না আসলো তাদের লাশ। মহান আল্লাহ তা’আলা তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে জান্নাত দান করুক। সকলেই তাদের জন্য দোয়া করবেন।

এদিকে পুলিশ জানায়, বালুবাহী ট্রাকের ড্রাইভার ও হেলপারকে আটক করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth