শারদীয় দুর্গা পূজা উপলক্ষে রংপুরের গঙ্গাচড়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে রংপুরের গঙ্গাচড়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা।
এতে বক্তব্য রাখেন গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান, উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা মোঃ নায়েবুজ্জামান, গঙ্গাচড়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহফুজার রহমান দুলু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজীবুল করিম, গঙ্গাচড়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আব্দুল মান্নান, পল্লী বিদ্যুৎ গঙ্গাচড়া জোনাল অফিসের ডিজিএম শরীফ লেহাজ আলী, নাগরিক ঐক্যর উপজেলা সভাপতি আব্দুল মজিদ, এনসিপির উপজেলার প্রধান সমন্বয়কারী রিফাতুজ্জামান, গণঅধিকার পরিষদের উপজেলার সদস্য সচিব আব্দুল মোতালেব, উপজেলা শারদীয় দুর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি কমলকান্ত রায়, সাধারণ সম্পাদক তপন কুমার রায়, সহসাধারণ সম্পাদক সাংবাদিক নির্মল রায়।
সভায় আসন্ন শারদীয় দুর্গোৎসব ধর্মীয় ও উৎসবমুখরভাবে উদযাপনে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সময় শারদীয় দুর্গোৎসব উদযাপন কমিটির উপজেলা, ইউনিয়ন ও উপজেলার সকল মন্ডপ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।