১১ আশ্বিন, ১৪৩২ - ২৬ সেপ্টেম্বর, ২০২৫ - 26 September, 2025

রংপুর নগরীতে দেশীয় অস্ত্র  ১ জন গ্রেফতার

2 days ago
145


নিজস্ব প্রতিবেদক:

রংপুর নগরীতে দেশীয় অস্ত্র সহ রোলেক্স নামে এক ব্যক্তি গ্রেফতার। মঙ্গলবার ২৩শে সেপ্টেম্বর বিকেলে রংপুর নগরী রং বাংলাদেশ ব্যাংক মোড় থেকে মেট্রো কোথালী থানার পুলিশ গ্রেফতার করে। মেট্রোপলিটন পুলিশ, রংপুর। সূত্রে জানা যায়, বাংলাদেশ ব্যাংক মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে, একজন ব্যক্তি দেশীয় অস্ত্রসহ অত্র আরপিএমপি, রংপুর কোতয়ালী থানাধীন ধাপ চেকপোস্ট মাইক্রোস্ট্যান্ড লেক ভিউ আবাসিক এলাকা গেটের সামনে রাস্তার উপর অবস্থান করিতেছে।  এ সময়, রহিদ ইসলাম @ রোলেক্স (৩১), পিতা-মোহাম্মদ আলী জিন্নাহ, সাং-কেল্লাবন্দ সিওবাজার, ওয়ার্ড নং-১৬, থানা-কোতয়ালী, রংপুর মহানগর, রংপুর আটক করে। পরে তার দেহ তল্লাশি করে একটি ছুরি পাওয়া যায়। পড়ে থাকে রংপুর কোতোয়ালি মেট্রো থানায় সোপর্দ করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth