১১ আশ্বিন, ১৪৩২ - ২৬ সেপ্টেম্বর, ২০২৫ - 26 September, 2025

হিলিতে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

3 hours ago
14


হিলি প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোশিত ৫ দফা দাবি আদায়ের লক্ষে দিনাজপুরের হিলিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে হাকিমপুর উপজেলা শাখা। শুক্রবার (২৬ সেপ্টম্বর) বিকেল ৩ টায় উপজেলার চারমাথা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলের পূর্ব সমাবেশে উপজেলা আমীর মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত ও জেলা দক্ষিণ শিবিরের সেক্রেটারি আবুল কালাম আজাদ, উপজেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, খট্টা ইউনিয়নের মাওলানা ওবাইদুল ইসলাম, পৌরসভা আমীর মাওলানা সাইফুল ইসলাম, জামাত নেতা মীর শহীদ হোসেন ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি সবিরুল ইসলামসহ অনেকেই।

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth