১১ আশ্বিন, ১৪৩২ - ২৬ সেপ্টেম্বর, ২০২৫ - 26 September, 2025

পাগলাপীরে মহাসড়ক দুর্ঘটনা প্রতিরোধে তারাগঞ্জ হাইওয়ে পুলিশের সচেতনতামূলক সভা

2 hours ago
26


পাগলাপীর (রংপুর) প্রতিনিধিঃ

ছাত্র জনতার অঙ্গীকার,নিরাপদ সড়ক হোক সবার এই স্লোগানকে সামনে রেখে তারাগঞ্জ  হাইওয়ে থানার আয়োজনে অনুষ্ঠিত হলো মহাসড়কের দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামুলক বিট পুলিশিং সভা। আজ  বিকালে পাগলাপীর শ্রমিক অফিসে  তারাগঞ্জ হাইওয়ে পুলিশ এর উদ্যোগে  সৈয়দপুর - রংপুর মহাসড়কের পাগলাপীর  বাজারে যানজট ও দুর্ঘটনা প্রতিরোধে অটোরিক্সা চালক,সিএনজি চালক, ও শ্রমিকদের নিয়ে জন সচেতনতামূলক হাইওয়ে বিট পুলিশিং সভার আয়োজন করা হয়। মহাসড়কের দুর্ঘটনা প্রতিরোধ সচেতনতামুলক বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর হাইওয়ে রিজিয়নের সহকারি পুলিশ সুপার জনাব আতাউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি)  মোস্তাফিজুর রহমান ৷  প্রধান অতিথি রংপুর হাইওয়ে রিজিয়নের পুলিশ সহকারি পুলিশ সুপার জনাব আতাউর রহমান বলেন মহাসড়কে অটোরিক্সা চালানো যাবে না, মহাসড়কের উপরে কোন দোকানপাট বসানো যাবে না ও  রংপুর - দিনাজপুর মহাসড়কে যানজট মুক্তকাজে তারাগঞ্জ হাইওয়ে পুলিশের পাশাপাশি সকল নাগরিকদের এগিয়ে আসতে হবে। এদিকে তারাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি)  মোস্তাফিজুর রহমান বলেন সৈয়দপুর - রংপুর মহাসড়কে রাতে থ্রি হুইলার চালানো যাবে না। এ সময় সভায় উপস্থিত ছিলেন  বিট কর্মকর্তা সাব ইন্সপেক্টর নিসার আলী তিতুমীর ,জেলা ট্রাফিকের সার্জেন্ট আখতার হোসেন, হরিদেবপুর ইউনিয়ন বিএনপি সভাপতি সৈয়দ আব্দুর রাসেল, কমিউনিটি পুলিশিং  সভাপতি বাবলু হোসেন, রংপুর সদর থানার এসআই রফিকুল ইসলাম, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজু মিয়া ,সেক্রেটারি মোসাদ্দেক হোসেন কালু, থ্রি হুইলার চালক সমিতির সভাপতি এমদাদুল,  দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন , সহ স্থানীয় বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ।  

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth