১১ আশ্বিন, ১৪৩২ - ২৬ সেপ্টেম্বর, ২০২৫ - 26 September, 2025

নীলফামারী ও সৈয়দপুর- কিশোরগঞ্জ  জামায়াতের বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

2 hours ago
14


নীলফামারী প্রতিনিধিঃ

জুলাই সনদের আইনিভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবীতে কেন্দ্র ঘোষিত যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে নীলফামারীর সৈয়দপুরেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় শহরের জিআরপি মোড় হতে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিআরপি মোড়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের নীলফামারী জেলা মানবসম্পদ বিভাগের সম্পাদক অধ্যাপক আব্দুল কাদিম। বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা আমীর ও নীলফামারী-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।

বক্তব্য রাখেন, সৈয়দপুর উপজেলা নায়েবে আমির ও সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারি আলহাজ্ব মাজহারুল ইসলাম,  শহর আমির ও পৌরসভার মেয়র পদে মনোনীত প্রার্থী শরফুদ্দিন খান, শহর সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী,  শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি আব্দুল মোমেন, কামারপুকুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মুহিত আলাল প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, যারা পিআর বুঝে না, তারা নির্বাচনই বুঝেন না। দেশে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তারা অভিযোগ করেন, পিআর ছাড়া নির্বাচন মানে দিনের ভোট রাতে করার প্রস্তুতি, যা জনগণ আর কখনও মেনে নেবে না। দেশের জনগণ জুলাই সনদের আইনি ভিত্তি চায়। পিআর পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে ক্ষমতার ভারসাম্য চায়। বিগত ফ্যাসিস্ট সরকারের ন্যায় আবার যেনো কোন দল বা গোষ্ঠী ফ্যাসিস্টরুপে আবির্ভূত হতে না পারে সেজন্য ক্ষমতার ভারসাম্য আনা প্রয়োজন। পৃথিবীর বিভিন্ন দেশে পিআর পদ্ধতি কার্যকর আছে। পাঁচ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশব্যাপী আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

জামায়াতের দাবিগুলো হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

অপরদিকে নীলফামারী জেলার শাখার  আয়োজনে বিক্ষোভ মিছিল শেষে ডিসির মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয় ৷ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর ও

নীলফামারী-১ আসনের  মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার ৷ সমাবেশ বক্তব্য রাখেন জেলা জামায়াতের  নায়েবে আমীর ও জেলার বিভিন্ন আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থীগনসহ জেলার নেতৃবৃন্দ ৷

অপরদিকে বিকেলে কিশোরগঞ্জ বাজার গরু হটি চত্ত্বরে  উপজেলা সহকারী  সেক্রেটারি ও  সদর ইউনিয়নের আমীর মাওলানা শিব্বীর আহমেদের   সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-০৪ আসেনর এমপি প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম    উদ্ভোবক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আমীর জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ শাখা, এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth