আগুনে পুড়ে সর্বস্ব হারানো জুয়েলের পরিবারের পাশে কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটি
 
            
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের ধরলা নদী তীরবর্তী দক্ষিণ নওদাবস এলাকার দরিদ্র দিনমজুর জুয়েল মিয়ার বসতভিটা গত বুধবার দিবাগত রাত ২টার দিকে অগ্নিকান্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়। মুহূর্তের মধ্যে আগুন তার বহু দিনের জমানো সর্বস্ব ছাই করে দেয়।
অগ্নিকান্ডে জুয়েল মিয়া, তার স্ত্রী ও তিন সন্তান নিঃস্ব হয়ে পড়ে। বর্তমানে তারা অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।
জানা যায়, অগ্নিকান্ডের পর এলাকাবাসী এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে ঘরবাড়ি ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ঘটনার খবর পেয়ে কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটির সভাপতি ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ অর্থ ও খাদ্য সহায়তা তুলে দেন।
এ সময় চর উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল, সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ খাজা শরীফ উদ্দিন আহমেদ রিন্টু, ব্যবসায়ী নেতা আব্দুল আখের, কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক ভিপি সিরাজুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, মানবিক দায়বদ্ধতা থেকেই আমরা জুয়েল মিয়ার পাশে দাঁড়িয়েছি। সমাজের সামর্থ্যবানদেরও এই অসহায় পরিবারের সহায়তায় এগিয়ে আসা উচিত।
স্থানীয়রা জানান, জুয়েল মিয়ার ঘরটি পুন:র্নির্মাণে সরকারি বা বেসরকারি সহায়তা এখন সবচেয়ে জরুরি। তারা আশা প্রকাশ করেন, প্রশাসন ও সমাজের বিত্তবান ব্যক্তিরা দ্রুতই তার পাশে দাঁড়াবেন।
 
           
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
                 
                