বদরগঞ্জে রাতের আঁধারে দুর্ধর্ষ চুরি স্বর্ণালংকার টাকা লুট
 
            
বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়নে রাতের আধাঁরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাতনামা চোরচক্র রাতের আঁধারে ঘরের দরজার লক ভেঙে প্রায় সাড়ে ৭ ভরি স্বর্ণালংকার, ৫ লাখ টাকা নগদ অর্থসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। ঘটনাটি ঘটে বুধবার (২৯ অক্টোবর) উত্তর বাওচন্ডির পাকেরমাথা গ্রামে দিবাগত রাত ১টা থেকে ৪টার মধ্যে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, চুরি হওয়া বাড়িটির মালিক আলহাজ্ব মকবুল হাজী। ওই বাড়িতে তার স্ত্রীসহ পরিবারের লোকজন বসবাস করেন। ঘটনার সময় পরিবারসহ সকলে অচেতন ছিলেন বলে জানিয়েছেন তাঁরা।
ভুক্তভোগী মকবুল হাজী জানান, গতকাল রাতে খাওয়া-দাওয়া করে পরিবারের লোকজন সবাই ঘুমিয়ে পড়ি। পরে রাত চারটার দিকে ঘুম থেকে উঠে দেখি ঘরের দরজা ভাঙ্গা ঘর সব মালামাল এলোমেলো। ঘরে থাকা ওয়ারড্রপে ৭ ভরি স্বর্ণালঙ্কার সহ বাড়িতে প্রায় পাঁচ লাখ টাকা লুট করে নিয়ে গেছে। এছাড়াও ১৫ দিন আগে আমার বাড়িতে চুরি করার চেষ্টা করা হয়েছিল। বাড়ির লোকজন সজাগ থাকায় চুরি করতে পারেননি গতকাল রাতে আমার বাড়িতে দুর্ধর্ষ চুরি হয়।
এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি একেএম আতিকুর রহমান জানান, গতকাল রাতে মধুপুরে চুরির ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে এসেছি।
 
           
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
  
                     
                 
                