২৭ অগ্রহায়ণ, ১৪৩২ - ১১ ডিসেম্বর, ২০২৫ - 11 December, 2025

গঙ্গাচড়ায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী- মেলা অনুষ্ঠিত

2 weeks ago
344


নিজস্ব প্রতিবেদক:

দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি -প্রাণী সম্পদ হবে উন্নতি'  এই শ্লোগানকে ধারণ করে রংপুরের গঙ্গাচড়ায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৬ নভেম্বর ) সকালে উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত প্রদর্শনী মেলার আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা। উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ মাহফুজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সৈয়দ শাহিনুর ইসলাম, গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু মোঃ আলেমুল বাশার, খামারী প্রতিনিধি ও নারী উদ্যোক্তাগণ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দেশে প্রাণী সম্পদ পালনের মাধ্যমে বেকারত্ব দূরীকরণে যুবকরা অর্থনীতিতে ভূমিকা রেখে চলছে। দেশকে এগিয়ে নিতে বেকাররা গাভী, ষাড় পালনের মাধ্যমে বেকারত্ব সমস্যা দূরীকরণ করা সম্ভব।

মেলার স্টলে বিভিন্ন প্রজাতির ষাঁড়, গাভী, ছাগল, ভেড়া, মুরগী, কবুতর, কোয়েল, পশুর খাবার ও ওষুধের স্টল ছিল।

প্রদর্শনী শেষে শ্রেষ্ঠ খামারীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth