১৮ অগ্রহায়ণ, ১৪৩২ - ০২ ডিসেম্বর, ২০২৫ - 02 December, 2025

চিলমারীতে তিন অর্থবছরে পাঁচ প্রকল্প, তবু রাস্তায় নেই কাজ

13 hours ago
31


চিলমারী(কুড়িগ্রাম)সংবাদদাতা:

কুড়িগ্রামের চিলমারীতে একই রাস্তায় একাধিক প্রকল্প দেখানো ও মাটি ভরাটের কাজ না করেও টিআর, কাবিটা ও খাবিখা কর্মসূচির বরাদ্দের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও সবুজ কুমার বসাক।

অভিযুক্ত ইউপি সদস্য আব্দুল সাত্তার নয়ারহাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য। স্থানীয়দের অভিযোগ, তিন অর্থবছরে একই রাস্তায় একাধিক প্রকল্প দেখানো হয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই বাস্তব কাজ হয়নি।

অভিযোগ ও সরেজমিন তথ্য অনুযায়ী, ফেইচকার চর এলাকায় রহিমের ছ-মিল থেকে সাহেব আলীর ভিটা পর্যন্ত রাস্তা মেরামতের জন্য ২০২৩-২৪ অর্থবছরে ১ লাখ ৫২ হাজার টাকা বরাদ্দ ছিল। এরপর ২০২৫-২৬ অর্থবছরে রাস্তার নাম পরিবর্তন করে ওই একই স্থানের জন্য আবার ২ লাখ ১০ হাজার টাকার প্রকল্প দেখানো হয়।

এ ছাড়া জ্যেষ্ঠ মণ্ডলের দোকান থেকে জাহাঙ্গীরের বাড়ি পর্যন্ত রাস্তা মেরামতের জন্য ২০২৩-২৪ অর্থবছরে ১ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। পরবর্তী ২০২৪-২৫ অর্থবছরেও একই রাস্তায় ৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেখানো হয়েছে।

মগরাকুরা আকন্দপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাটের জন্য ২০২৩-২৪ অর্থবছরে ২ লাখ টাকা বরাদ্দ থাকলেও কোনো কাজের চিহ্ন পাওয়া যায়নি বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় জিয়াউর রহমান জিয়া, শাহ আলম, সাহেব আলী, আব্দুল আজিজ মোল্লাহ ও জহুরুল ইসলামসহ অনেকে অভিযোগ করে বলেন, ইউপি সদস্য আব্দুল সাত্তার একই প্রকল্প বারবার দেখিয়ে অর্থ আত্মসাৎ করেছেন। অথচ এলাকার রাস্তাগুলো এখনও চলাচলের অনুপযোগী।   

অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য আব্দুল সাত্তার বলেন, ‘রাস্তার কাজ আমি করেছি। বিদ্যালয়ের মাঠ ভরাট প্রকল্পে ৩০ ট্রাক মাটি কাটার নির্দেশ থাকলেও আমি ৫৯ ট্রাক মাটি কাটিয়েছি। এতে বিল কম পাওয়ায় আমারই ক্ষতি হয়েছে।’

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সোহেল রহমান বলেন,‘আমি যোগদানের পর একটি প্রকল্পের কাজ বুঝে নিয়ে বিল প্রদান করেছি।’

চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক বলেন,‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে বস্তুনিষ্ঠ তথ্য যাচাই করা হবে।’

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth