গঙ্গাচড়ায় নবাগত ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
রংপুরের গঙ্গাচড়া উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ জেসমিন আক্তার দায়িত্ব গ্রহণের পর এলাকার উন্নয়ন, সুশাসন ও প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল করতে আজ চারটি পৃথক মতবিনিময় সভা করেন।
বুধবার দিনব্যাপী অফিসার্স কল্যাণ ক্লাব, গঙ্গাচড়া মিলনায়তনে এ চারটি সভা অনুষ্ঠিত হয়। সভাগুলোতে পর্যায়ক্রমে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ, ইউপি চেয়ারম্যান ও জনপ্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক, স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
সভাগুলোতে নবাগত ইউএনও জেসমিন আক্তার গঙ্গাচড়ার সার্বিক উন্নয়ন, সরকারি সেবার স্বচ্ছতা, আইন-শৃঙ্খলা রক্ষা ও জনসাধারণের সমস্যা সমাধানে তাঁর অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি উপস্থিত প্রতিনিধিদের পরামর্শ, অভিযোগ ও উন্নয়ন সংক্রান্ত প্রস্তাব মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
অংশগ্রহণকারীরা স্থানীয় উন্নয়ন, নদীভাঙন সমস্যা, কৃষি সহায়তা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন।
দিনব্যাপী সভা শেষে ইউএনও জেসমিন আক্তার বলেন, সকলের অংশগ্রহণ ও সহযোগিতা নিশ্চিত হলে গঙ্গাচড়াকে একটি উন্নয়নমুখী ও জনবান্ধব উপজেলায় রূপান্তর করা সম্ভব।