২২ অগ্রহায়ণ, ১৪৩২ - ০৬ ডিসেম্বর, ২০২৫ - 06 December, 2025

গঙ্গাচড়ায় একাধিক শিশুকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

2 hours ago
50


নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়ায় একাধিক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে সাজেদুল ইসলাম (২৫) নামের এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। শুক্রবার  (০৫ ডিসেম্বর ) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে লক্ষীটারী ইউনিয়নের চর ইশোরকোল এলাকায় আহমাদিয়া নূরুল উলুম হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, ৯৯৯-এ কল পেয়ে গঙ্গাচড়া মডেল থানার একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। এর আগে স্থানীয় কয়েকজন ব্যক্তি ওই শিক্ষককে মাদ্রাসার এক ছাত্রীকে (৮) বছরসহ আরও কয়েকজন শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে আটক করে রাখে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নেওয়ার চেষ্টা করলে এক থেকে- দেড় হাজার  উশৃঙ্খল জনতা প্রকাশ্য স্থানে বিচারের দাবিতে পুলিশের কাজে বাধা প্রদান করে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরবর্তীতে রাত ১২টার দিকে গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আল এমরানসহ অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অভিযুক্ত সাজেদুল ইসলামকে পুলিশের হেফাজতে নিয়ে থানায় আনা হয়।

আটক সাজেদুল ইসলামের বাড়ি লালমনিরহাট জেলার  কালীগঞ্জ উপজেলার দলগ্রাম এলাকায়।

এ ঘটনায় শনিবার দুপুরে এক ভুক্তভোগীর পিতা গঙ্গাচড়া মডেল থানায় এজাহার দায়ের করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান বলেন, এ বিষয়ে থানায় মামলা হয়েছে, অভিযুক্তকে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth