২৭ অগ্রহায়ণ, ১৪৩২ - ১১ ডিসেম্বর, ২০২৫ - 11 December, 2025

গঙ্গাচড়ায় অদম্য নারীদের সংবর্ধনা ও পিঠা উৎসব

1 day ago
173


নিজস্ব প্রতিবেদক:

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উদযাপনের অংশ হিসেবে মঙ্গলবার সকালে গঙ্গাচড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে "অদম্য নারী পুরস্কার" অনুষ্ঠানে অদম্য নারীদের সম্মাননা প্রদান করা হয়েছে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আখতার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার, বিশেষ অতিথি ছিলেন  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আলিমুল বাসার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মারুফা আখতার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোসাদ্দেকুর রহমান, সমবায় অফিসার আবতাবুজ্জামান চয়ন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসানুজ্জামান, এবং গঙ্গাচড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হানিফ সরকার।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আখতার বলেন, অদম্য নারীদের এই স্বীকৃতি তাদের সাহস ও অসাধারণ অবদানের প্রতিফলন। আমাদের লক্ষ্য, সমাজে নারীর প্রতি সহিংসতা বন্ধ করা এবং প্রতিটি নারীকে স্বনির্ভর ও সক্ষম করে তোলা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার তার বক্তব্যে বলেন, নারী ক্ষমতায়ন ও সমতার জন্য সমাজের সকল স্তরে নারীশক্তিকে এগিয়ে আসতে হবে। নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করা সমগ্র সমাজের দায়িত্ব। আমরা চাই, প্রতিটি নারী যেন নিরাপদ, স্বাধীন ও সম্মানিতভাবে জীবনযাপন করতে পারে।

সম্মাননা প্রাপ্ত নারীরা তাদের অবদানের জন্য পুরস্কৃত হন এবং অনুষ্ঠানের শেষে পিঠা উৎসবের আয়োজন করা হয়, যা সংস্কৃতি ও নারীশক্তির সংমিশ্রণকে সুন্দরভাবে তুলে ধরে। উপজেলা প্রশাসন সকলকে নারীশক্তির মর্যাদা রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে আহ্বান জানিয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth