২ মাঘ, ১৪৩২ - ১৫ জানুয়ারি, ২০২৬ - 15 January, 2026

চিলমারীতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

3 days ago
73


চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি:

কুড়িগ্রামের চিলমারীতে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রুপালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. নাজমুল হক বিপ্লবের উদ্যোগে দেড় শতাধিক মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।

রবিবার (১১ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার থানাহাট ইউনিয়নের গাবেরতল এলাকায় এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। তীব্র শীতে কাঁপতে থাকা দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে সারিবদ্ধভাবে কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মো. নাজমুল হক বিপ্লব, মো. জয়নুল আবেদীনসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ। শীতবস্ত্র বিতরণকালে নাজমুল হক বিপ্লব বলেন, ‘সমাজের সামর্থ্যবানদের উচিত শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো। এই ধরনের উদ্যোগ শীতকালে দরিদ্র মানুষের কষ্ট অনেকটাই লাঘব করে।’

কম্বল পেয়ে শীতার্ত মানুষজন সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন। তারা বলেন, প্রচণ্ড শীতে এই কম্বল তাদের জন্য বড় সহায়তা। অনেকেই দোয়া ও কৃতজ্ঞতা জানান দাতা ও আয়োজকদের প্রতি।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth