২ মাঘ, ১৪৩২ - ১৫ জানুয়ারি, ২০২৬ - 15 January, 2026

কিশোরগঞ্জে যুবলীগ নেতা ও ভিসা প্রতারকসহ গ্রেফতার ৭

3 days ago
149


কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ

নীলফামারীর কিশোরগঞ্জে যুবলীগ নেতা, ভিসা প্রতারক ও অনলাইন জুয়াড়িসহ ৭ জনকে পুলিশ গ্রেফতার করেছে। শনিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পৃথক পৃথক স্থান হতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের রোববার সাইবার নিরাপত্তা ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা পূর্বক জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হল যুবলীগ নেতা হুমায়ুন কবির (৫৩)। সে কিশোরগঞ্জ সদর ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য ও দক্ষিণ রাজীব হাজীপাড়া গ্রামের শহিদুল ইসলামের পুত্র। অন্যদিকে ভিসা প্রতারণা ও অনলাইন জুয়া খেলার অপরাধে গ্রেফতারকৃতরা হল নিতাই ইউনিয়নের কাছারীপাড়া গ্রামের মোস্তাফিজার রহমানের ছেলে ভিসা প্রতারক আবু আলম (২০), একই গ্রামের আবেদ আলীর ছেলে অনলাইন জুয়ারি লাল মিয়া (২১), কিশোরগঞ্জ সদর ইউনিয়নের বাজেডুমরিয়া ডাকুপাড়া গ্রামের ওমর আলীর ছেলে বুলবুল মিয়া (৪৫), গফফার মিয়া (৩২), আইনুল হকের ছেলে মঞ্জুরুল (২২), আবুল সামাদের ছেলে সেলিম (২২)।

এস আই কাজী রিপন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে যুবলীগ নেতা হুমায়ুনকে কিশোরগঞ্জ বাজার হতে গ্রেফতার করা হয়। অন্যদিকে একই রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের বাজেডুমরিয়া ডাকুপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৪ অনলাইন জুয়াড়িকে আটক করে পুলিশ। অপর দিকে একই রাতে অভিযান চালিয়ে নিতাই ইউনিয়নের কাছারীপাড়া গ্রাম হতে ২ জনকে আটক করা হয়। তাদের মোবাইল যাছাই বাছাই করে ১ জনের মোবাইলে ভিসা প্রতারণা ও ৫ জনের মোবাইলে অনলাইন জুয়া খেলার আলামত পাওয়া যায়। পরবর্তীতে মামলা পূর্বক তাদের রোববার জেলা কারাগারে পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল কুদ্দুছ জানান, গ্রেফতারকৃতদের সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনে মামলা পূর্বক রোববার জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth