কিয়ারার জুতা এগিয়ে দিয়ে আলোচনায় কার্তিক (ভিডিও)
বিনোদন ডেস্ক:
মঞ্চে পড়ে আছে কিয়ারা আদভানির জুতা। এ অভিনেত্রীর পাশেই দাঁড়িয়েছিলেন কার্তিক আরিয়ান। দ্রুত ছুটে গিয়ে কিয়ারার জুতা এগিয়ে দেন কার্তিক। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়। যা নিয়ে নেটদুনিয়ায় চলছে জোর চর্চা।
পিংকভিলা জানিয়েছে, কিয়ারা-কার্তিকের পরবর্তী সিনেমা ‘সত্য প্রেম কি কথা’। এ সিনেমার গানের লঞ্চিং অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন এই তারকা জুটি। এ মঞ্চে সিনেমাটির নতুন গানের সঙ্গে পারফর্ম করেন কিয়ারা-কার্তিক। নাচের আগে পায়ের জুতা খুলে রেখেছিলেন কিয়ারা। পারফর্ম শেষে জুতা পরতে গেলে তাকে সহযোগিতা করেন কার্তিক।
ভিডিওটি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ার পর অন্তর্জালে চলছে জোর চর্চা। কার্তিকের বিনয়ী আচরণকে নেটিজেনদের অনেকে সাধুবাদ জানিয়েছেন। অনেকে তার ভূয়সী প্রশংসা করছেন। আবার কেউ কেউ কটাক্ষ করে মন্তব্য করছেন। তাদের মতে— এসবই সিনেমার প্রচারের কৌশল।
গুজরাটি পরিবারের ছেলে সত্যপ্রেম বিয়ে করার স্বপ্ন দেখে। কিন্তু কিছুতেই পাত্রী পায় না। এমন পরিস্থিতিতে তার জীবনে আসে কথা কিষাণ কাপাডিয়া। প্রথম দেখাতেই কথার প্রেমে পড়ে যায় সত্যপ্রেম। সিনেমাটিতে সত্যপ্রেমের চরিত্রে অভিনয় করেছেন কার্তিক। কথা কিষাণ কাপাডিয়া চরিত্রে অভিনয় করেছেন কিয়ারা।
সমীর বিদ্যানস পরিচালিত এ সিনেমা আগামী ২৯ জুন মুক্তির কথা রয়েছে।