৬ বৈশাখ, ১৪৩১ - ১৯ এপ্রিল, ২০২৪ - 19 April, 2024
amader protidin

জাতীয় পার্টির প্রার্থী মোস্তফার ২৮ দফা ইশতেহার ঘোষণা

আমাদের প্রতিদিন
1 year ago
180


রংপুর সিটি নির্বাচন

নিজস্ব প্রতিবেদক:

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন। শুক্রবার (০৯ ডিসেম্বর) দুপুরে নগরীর মহানগর জাপার অস্থায়ী কার্যালয়ে ২৮ দফা ইশতেহার ঘোষণা করা হয়। এ সময় তিনি পুনঃনির্বাচিত হলে শ্যামাসুন্দরী খাল পূনরুজ্জীবিত করে জলাবদ্ধতা নিরসন, রংপুরকে স্মার্ট সিটিতে রুপান্তর ও মাস্টারপ্ল্যান অন্যুায়ী সকল কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।

২৮ দফা ইশতারের মধ্যে রয়েছে, সিটি কর্পোরেশনের নাগরিক সেবা প্রদানের জন্য জমি অধিকরণ করে আধুনিক নগর ভবন তৈরি, চিকলি পার্কে আন্তর্জাতিক রাইড স্থাপন, পরিচ্ছন্ন নগরী গঠনে নগরীর বর্জ্য অপসারণ এবং বর্জ্য সমূহ রাখার জন্য যে ডাম্পিং গ্রাউন্ড করা হয়েছে সেখান থেকে বিদ্যুৎ ও জ্বালানি উৎপাদনের প্রকল্প নির্মাণ, পথচারী ও শিক্ষার্থীদের রাস্তা পারাপারের সুবিধার্থে প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠান সংলগ্ন রাস্তায় জেব্রা ক্রসিং সহ ডিজিটাল পুশ সিগনাল স্থাপন, যানজট নিরসনে মাস্টার প্ল্যান অনুযায়ী ফ্লাইওভার/ ফুট ওভার ব্রিজ নির্মাণ, নাগরিক সেবা সহজিকরণ করতে সিটি কর্পোরেশনে তিনটি আঞ্চলিক কার্যালয় এবং ৩৩ টি ওয়ার্ডে নিজস্ব ওয়ার্ড কমপ্লেক্স নির্মাণ, বর্ধিত ১৮ টি ওয়ার্ডে নগর স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে নগর স্বাস্থ্য সেবা কমপ্লেক্স এবং অঞ্চল ভিত্তিক নগর মাতৃসদন কেন্দ্র নির্মাণ, পরিছন্নতা কর্মীদের আবাসন সমস্যা নিরসনে সুইপার কলোনি নির্মাণ, আধুনিক পশু জবাই খানা নির্মাণ, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে ৩৩ টি ওয়ার্ডের প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে/স্থানে প্রয়োজনীয় সংখ্যক সিসি ক্যামেরা স্থাপন, নগরবাসীর সেবা ও অভিযোগ নিস্পত্তির জন্য ‘রংপুর অ্যাপ’ নামের একটি অ্যাপ ডেভেলপমেন্টের পরিকল্পনা, নগরীর সার্বিক উন্নয়নে নগর পরিকল্পনাবিদ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের সমন্বয়ে একটি টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন, হকারদের জন্য হকার পুনর্বাসন এবং কর্মসংস্থানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং এরশাদ হকারস মার্কেটকে আধুনিকায়ন করা, সিটি কর্পোরেশনের পরিচালিত সকল বাজার আধুনিকায়ন সহ বহুতল ভবন নির্মাণ, জবাবদিহিতা নিশ্চিতকরণে ‘জনতার মুখোমুখি মেয়র’ শীর্ষক মতবিনিময়ের মাধ্যমে ওয়ার্ড ভিত্তিক সমস্যার সমাধান, মশা নিধন ও জলবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ, নগরীর প্রতিটি গুরুত্বপূর্ণ সড়কে সড়ক বাতি স্থাপনের কাজকে পূর্ণাঙ্গ রূপ দিয়ে আলোক উজ্জ্বল নগরী উপহার, মসজিদ, মাদ্রাসা মন্দির, কবরস্থান ও শ্মশানঘাট সহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগিতার আশ্বাস, নগরীকে দৃষ্টিনন্দন করার জন্য প্রশস্ত মোড়ে রংপুরের ঐতিহ্যমন্ডিত বিষয়ের আলোক ভাস্কর্য/ পানির ফোয়ারা নির্মাণ, পরিচ্ছন্ন রংপুর গড়তে রাত ১২টা থেকে ভোর ৬ টার মধ্যে সকল বর্জ্য অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং আধুনিক রোড সুইপ ভ্যাহিকেল, ড্রেন ক্লিনারের মাধ্যমে নগরীর প্রধান সড়ক সমূহপরিষ্কারের পূর্ণাঙ্গ ব্যবস্থা গ্রহণ, সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করে গরীব শিক্ষার্থীদের মানসম্মত এবং যুগ উপযোগী শিক্ষা ব্যবস্থা চালুর উদ্যোগ গ্রহণ, বেকারত্ব নিরসনের জন্য বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে সিটি কর্পোরেশনের দক্ষ জনবল তৈরি ,নগরীর হাইওয়ের প্রবেশমুখ গুলোতে দৃষ্টিনন্দন অভ্যর্থনা গেট নির্মাণ, নগরীর অভ্যন্তরের সকল রাস্তা ও জলবদ্ধতা নিরসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। সিটি কর্পোরেশন হতে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা প্রদানের প্রতিশ্রæতি দেন।

ইশতেহার ঘোষণার সময় মোস্তফা রংপুরবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নির্বাচনের সময় আইন ও নিয়ম-শৃঙ্খলা মানার আহ্বান জানান । এ সময় তিনি নিজের জয়ের ব্যাপারে পুরোপুরি আশাবাদী বলেও জানান।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, সদস্য সচিব ও মহানগর জাতীয় পার্টির সদস্য আনিছুর রহমান আনিছ, জেলা জাতীয় পার্টির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল মাসুদ চৌধুরী নান্টু ,সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি লোকমান হোসেন, জাহিদুল ইসলাম, জেলা যুব সংহতির সভাপতি হাসানুজ্জামান নাজিমসহ মহানগর ও জেলা জাতীয় পার্টি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়