রংপুরে পূবালী ব্যাংকের ক্যাশ ম্যানেজম্যান্ট শীর্ষক কর্মশালা
নিজস্ব প্রতিবেদক:
রংপুরে পূবালী ব্যাংক লিমিটেড, আঞ্চলিক কার্যালয় রংপুরের আয়োজনে Cash Management শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে রংপুর আরডিআরএস বেগম রোকেয়া মিলনায়তনে শীর্ষক কর্মশালা উদ্বোধন করেন ব্যাংক রংপুরের নির্বাহী পরিচালক আব্দুল হাকিম।
কর্মশালায় প্রতিটি শাখা থেকে ৩জন (ব্যবস্থাপক, ক্যাশ-ইন-চার্জ ও ভবিষ্যত ক্যাশ-ইন-চার্জ), ইসলামিক ব্যাংকিং উইন্ডো ও উপশাখা থেকে ২জন (ব্যবস্থাপক, ক্যাশ-ইন-চার্জ) করে কর্মকর্তা ও আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তাগণ অংশগ্রহন করেন। দিনব্যাপী আয়োজিত কর্মশালায় টাকার ইতিহাস ও উৎপত্তি, বিভিন্ন ধরনের মুদ্রা, জাল নোট সনাক্তকরণ ও প্রতিরোধ, ডিজিটাল মুদ্রা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।
এসময় কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে বাংলাদেশ ব্যাংক রংপুরের যুগ্ম পরিচালক মিঃ ব্রজেন্দ্র নাথ রায়, উপ-পরিচালক সোহেল রানা, ডেপুটি ম্যানেজার (ক্যাশ) আব্দুল মতিন সরকার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক লিমিটেড রংপুর অঞ্চলের ধান ও উপ-মহাব্যবস্থাপক সাজিদুর রহমান।