৭ চৈত্র, ১৪৩১ - ২২ মার্চ, ২০২৫ - 22 March, 2025

গঙ্গাচড়ার  উন্নয়নে কাপ-পিরিচ মার্কায় ভোট দিন-রুহুল আমিন

আমাদের প্রতিদিন
9 months ago
393


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে রংপুরের গঙ্গাচড়ায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নে কাপ-পিরিচ মার্কায় ভোট দিয়ে আমাকে পুনরায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করুন।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মঙ্গলবার (২১মে) সন্ধ্যায় উপজেলার গজঘন্টা ইউনিয়ন ভূমি অফিস চত্বরে আয়োজিত পথসভায় এসব কথা বলেন  গঙ্গাচড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন।

বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলেই গঙ্গাচড়াসহ গোটা দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। গঙ্গাচড়ার অর্থনৈতিক উন্নয়নে তিস্তা বিধৌত এ অঞ্চলের বেকার সমস্যা দূর করতে হবে। এজন্য কর্মসংস্থান সৃষ্টির ব্যবস্থা নিতে হবে। সে লক্ষ্যে ইতিমধ্যেই এ অঞ্চলে শিল্পাঞ্চল  গড়ে তোলার পরিকল্পনাও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের রয়েছে। তাই সরকারের এসব পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে গঙ্গাচড়া উপজেলার উন্নয়ন  ত্বরান্বিত করতে কাপ-পিরিচ মার্কায় ভোট দিয়ে আমাকে পুনরায় উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত করবেন।

অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লিয়াকত আলী চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মতিন অভি, উপজেলা কৃষক লীগ সভাপতি দেবদাস বর্মন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহেদুল ইসলাম।

উল্লেখ্য, আগামী ২৯ মে গঙ্গাচড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ৭ জন করে এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকলেই সমর্থন বৃদ্ধির লক্ষ্যে গণসংযোগ ও প্রচারণা অব্যাহত রেখেছেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth