পীরগঞ্জে ভাইরাস আক্রান্ত গরুর মাংস বিক্রি
পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগঞ্জে একটি ভাইরাস আক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রাপ্ত অভিযোগে প্রকাশ,উপজেলার বড় আলমপুর ইউনিয়নের রাজারামপুর গ্রামের জনৈক মসফিকুর রহমান এর একটি ভাইরাস রোগে আক্রান্ত মৃত্যুপ্রায় একটি গরু তড়িঘড়ি জবাই করে ফারুক নামের এক যুবককে সাথে নিয়ে গত সোমবার আশপাশের গ্রামে কমদামে বিক্রি করেছে। মাত্র ৪’শ ৫০ টাকা কেজি দামে বিক্রি করায় অনেকেই হুমড়ি খেয়ে পড়ে ওই মাংস কিনে নিয়েছে। পরে এ ঘটনা প্রকাশ হয়ে পড়ায় এলাকায় সাধারনের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মাজেদুল নামের একজন মাংস ক্রেতা অভিযোগ করে বলেন- মশফিকুর ভাইরাস আক্রান্ত গরুটির পচে যাওয়া অংশগুলো ফেলে দিয়ে বাকি অংশ কৌশলে বিক্রি করে দেয়।এলাকাবাসী এ ব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ দাবি করেছেন।