দিনাজপুরে জাল চুরির অভিযোগে পিটিয়ে হত্যা মামলার এক আসামীকে গ্রেফতার করেছে র্যাব
দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর সদর উপজেলার কাউগাঁও সাহেবগঞ্জ এলাকায় মাছ ধরার জাল চুরির অভিযোগে তৌহিদুর রহমান নামে এক ব্যাক্তিকে পিটিয়ে হত্যা মামলার আসামী জহুরুল হক (২৬) কে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃত জহুরুল হক দিনাজপুর সদর উপজেলার ভবাইনগর (স্কুলপাড়া) গ্রামের মৃত রমজান আলীর ছেলে। ঘটনার পর আত্মগোপনে ছিলো আসামী জহুরুল হক।
র্যাব—১৩ দিনাজপুর সিপিসি-১ এর সিনিয়র এএসপি সালমান নুর আলম জানান, শুক্রবার দিবাগত রাত সোয়া ১০টায় দিনাজপুরের ফুলবাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জহুরুল তৌহিদুর হত্যা মামলার এজাহারভুক্ত ২নং আসামী । গতকাল শনিবার তাকে কোতয়ালী পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, গত ২৭ সেপ্টেম্বর দিনাজপুর সদর উপজেলার কাউগাঁও সাহেবগঞ্জ এলাকায় মাছ ধরার জাল চুরির অভিযোগে তৌহিদুর রহমান বাঙ্গু নামে এক ট্রাক্টর চালককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।