২৯ অগ্রহায়ণ, ১৪৩১ - ১৩ ডিসেম্বর, ২০২৪ - 13 December, 2024

দ্বিতীয় সন্তানের জননী হচ্ছেন জেনিফার লরেন্স

আমাদের প্রতিদিন
1 month ago
98


ফাইল ফটো

আমাদের ডেস্কঃ

দ্বিতীয় সন্তানের জনক-জননী হচ্ছেন কুক ম্যারোনি-জেনিফার দম্পতি। অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্সের পরিবারে আসছে দ্বিতীয় বারের মতো নতুন অতিথি। বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিপল ম্যাগাজিনকে এ তথ্য নিশ্চিত করেছেন জেনিফার লরেন্সের মুখপাত্র।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দুপুরের খাবার খেতে বের হন ৩৪ বছর বয়সী জেনিফার লরেন্স। সেখানে তাঁকে দেখা গেছে, হালকা হলুদ রঙের ওভারসাইজড শার্টের সঙ্গে কালো প্যান্ট পরিহিত। পোশাকের ওপর দিয়ে ‘দ্য হাঙ্গার গেমস’ অভিনেত্রীর বেবি বাম্প স্পষ্ট হয়ে উঠেছিল।

২০১৮ সালের জুনে জেনিফার লরেন্সের এক ঘনিষ্ঠ বন্ধুর মাধ্যমে তাঁর সঙ্গে পরিচয় হয়েছিল কুক ম্যারোনির। দেখার পর প্রেমে পড়েন তাঁরা। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে তাঁদের বাগদান হয়। একই বছরের ১৯ অক্টোবর বিয়ের কাজ সম্পূর্ণ হয় এই যুগলের। এরপর ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রথম পুত্রসন্তানের জন্ম দেন এই অভিনেত্রী।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth