২৮ অগ্রহায়ণ, ১৪৩১ - ১২ ডিসেম্বর, ২০২৪ - 12 December, 2024

পিছিয়ে গেল মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’

আমাদের প্রতিদিন
1 month ago
93


ফাইল ফটো

আমাদের ডেস্কঃ

পর্দায় উঠে এলেন বিশ্বখ্যাত পপসম্রাট মাইকেল জ্যাকসন। তাঁর জীবনের গল্পে নির্মিত হয়েছে বায়োপিক ‘মাইকেল’, যা আসছে ১৮ এপ্রিল/২৫ মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু লায়ন্সগেট প্রোডাকশনের এই সিনেমার মুক্তি পিছিয়ে গেছে।

বিনোদন ভিত্তিক সংবাদমাধ্যম বিলবোর্ড জানিয়েছে, প্রায় ৬ মাস পিছিয়েছে মুক্তির তারিখ  বায়োপিক ‘মাইকেল’র। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এটি ২০২৫ সালের ৩ অক্টোবর মুক্তি পাবে। যদিও হঠাৎ পিছিয়ে যাওয়ার কারণ এখনও প্রকাশ্যে আসেনি।

বায়োপিকে মাইকেল জ্যাকসনের ভূমিকায় অভিনয় করেছেন তাঁর আপন ভাগ্নে জাফার জ্যাকসন। তিনি ছাড়াও অন্যান্য চরিত্রে রয়েছেন নিয়া লং, লরা হ্যারিয়ার, মাইলস টেলার, কোলম্যান ডমিঙ্গো প্রমুখ।

এটি পরিচালনা করেছেন অ্যান্টনি ফুকুয়া। চিত্রনাট্য লিখেছেন জন লোগান। প্রযোজক হিসেবে রয়েছেন গ্রাহাম কিং, জন ব্রাঙ্কা ও জন ম্যাকক্লেইন।

ফুকুয়া সম্প্রতি একটি অনুষ্ঠানে এ সিনেমার অগ্রগতি নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, মাইকেল আমার জীবনের বড় অংশ ছিলেন এবং আমি তার মানবিক দিকও ফুটিয়ে তুলতে চাই। আমি খুবই উত্তেজিত।

জানা গেছে, সিনেমাটিতে জ্যাকসনের ৩০টি গান অন্তর্ভুক্ত হবে। পাশাপাশি এর দৈর্ঘ্যও দীর্ঘ হবে। ফুকুয়া চেষ্টা করেছেন মাইকেলের জীবনকে পুরোপুরিভাবে পর্দায় তুলে ধরতে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth