২০ আশ্বিন, ১৪৩২ - ০৬ অক্টোবর, ২০২৫ - 06 October, 2025

ফারুকীর ‘৮৪০’ ওটিটিতে আসছে আইস্ক্রিনে–১৫ সেপ্টেম্বর

2 weeks ago
110


বিনোদন ডেস্ক:

জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নতুন রাজনৈতিক ব্যঙ্গাত্মক ওয়েব সিরিজ ‘৮৪০’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। সিনেমা হিসেবে এটি আগেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল এবং সমালোচকদের পাশাপাশি দর্শক মহলেও ভালো সাড়া ফেলেছিল। এবার ১৫ সেপ্টেম্বর থেকে সিরিজটি দেখা যাবে আইস্ক্রিন-এ।

২০০৭ সালে প্রচারিত ফারুকীর তুমুল জনপ্রিয় নাটক ‘৪২০’-এর আধুনিক ও দ্বিগুণ রূপ বলা হচ্ছে এই ‘৮৪০’-কে।

রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত এই স্যাটায়ারধর্মী সিরিজে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। আরও আছেন মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মম, শাহরিয়ার নাজিম জয়, জায়েদ খান এবং রাজশাহী ও নওগাঁর স্থানীয় কিছু শিল্পী।

সিনেমাটি প্রযোজনা করেছেন নুসরাত ইমরোজ তিশা। সহযোগী প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে রয়েছে ইমপ্রেস টেলিফিল্ম।

চিত্রগ্রহণ করেছেন শেখ রাজিবুল ইসলাম, সংগীত পরিচালনায় ছিলেন পাভেল আরিন, সাউন্ড ডিজাইন করেছেন রিপন নাথ, সম্পাদনায় ছিলেন তাহসিন মাহিম এবং শিল্প পরিকল্পনা করেছেন ইব্রাহিম এইচ বাবু।

পরিচালনার পাশাপাশি এর চিত্রনাট্যও লিখেছেন ফারুকী নিজেই। এক ফেসবুক পোস্টে তিনি জানান,

“বহুদিন পর পলিটিক্যাল স্যাটায়ার বানালাম। খুব আনন্দ পেয়েছি হলে বারবার দর্শকের হাসির রোল শুনে।”

ট্রেলার প্রকাশের সময় ফারুকী বলেন,

“ট্রেলারে দর্শক যেমন বুঝেছেন, আমরা বিগত সরকারের আমলে একটি জেলা শহরের মধ্য দিয়ে বাংলাদেশের অবস্থা দেখানোর চেষ্টা করেছি। এটাকে বলা যায়, আওয়ামী দুঃশাসনের এক্স-রে রিপোর্ট।”

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth