১ মাঘ, ১৪৩১ - ১৪ জানুয়ারি, ২০২৫ - 14 January, 2025

স্বাধীনতা অর্জনের চেয়ে সবজির দাম কমানো কঠিন....চমক

আমাদের প্রতিদিন
2 months ago
148


আমাদের ডেস্কঃ

রুকাইয়া জাহান চমক বর্তমান সময়ের ছোটপর্দার একটি জনপ্রিয় মুখ। কিছুটা ঠোঁটকাটা স্বভাবের জন্য প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রাজপথে নেমেছিলেন তিনি।

গত ৩ নম্বেভর চমক নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস শেয়ার করেন। তার এই স্ট্যাটাস নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। স্ট্যাটাসে তিনি লেখেন, এক দানবের হাত থেকে বের হতে না হতেই, অন্য মহাদানবের আবির্ভাবের বিষয়টা, তারাই সবচেয়ে বেশি রিলেট করতে পারবে, যারা এক টক্সিক রিলেশন থেকে বের হয়ে আরো এক্সট্রিম টক্সিক রিলেশনে গিয়েছে। আল্লাহ রক্ষা করো।

এদিকে চট্টগ্রামে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা এবং ঢাকায় শিল্পকলা একাডেমিতে শো চলাকালে একটি নাটক বন্ধ করে দেওয়ার ঘটনায় সরগরম সামাজিক মাধ্যম। হঠাৎ করে দুঃশ্চিন্তার ছায়া শোবিজ অঙ্গনে। এমন পরিস্থিতিতে ফেসবুকে পোস্ট দিয়ে নিজের অবস্থান থেকে প্রতিবাদ করেছেন এই অভিনেত্রী।

চমক এরপর আরও একটি স্ট্যাটাসে দেন। যেখানে তিনি লেখেন, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে,স্বাধীনতা অর্জনের চেয়ে সবজির দাম কমানো কঠিন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth