আরো পাঁচ প্রসিকিউটর নিয়োগ আইসিটিতে
আমাদের ডেস্কঃ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) আরও ৫ জন প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের উপ-সলিসিউটর সানা মো. মাহরুফ হোসাইনের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
নিয়োগ প্রাপ্ত ৫জন প্রসিকিউটর হলেন, এস এম মঈনুল করিম, মো. নুরে এরশাদ সিদ্দিকী, শাইখ মাহদী, তারেক আব্দুল্লাহ এবং তানভীর হাসান জোহা।
এরা সবাই ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সমান সুযোগ-সুবিধা ভোগ করবেন বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তারা এ পদে থাকবেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।