মেক্সিকোতে ইস্পাত কারখানায় বিস্ফোরণ, নিহত ১২
ফাইল ফটো
আমাদের ডেস্কঃ
মেক্সিকোর একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মারা গেছেন কমপক্ষে ১২ জন, আহত হয়েছেন বেশ কয়েকজন। বুধবার ভোররাতে ঘটনাটি ঘটেছে মেক্সিকোর সেন্ট্রাল টলাক্সকালা প্রদেশের এপিজাকো শহরে। একটি ব্রিটিশ কোম্পানির মালিকানাধীন ইস্পাত কারখানায় বিস্ফোরণটি ঘটেছে।
রয়টার্স ও সিএনএন এর এক প্রতিবেদনে জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ, দমকলবাহিনী ও উদ্ধারকারী দল। এরপর সেখান থেকে ১২ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। নিহতরা সকলেই ওই কারখানার শ্রমিক। পাশাপাশি আহতদের উদ্ধার করে হাসপাতালের ভর্তি করা হয়েছে।
ইস্পাত কারখানাটির কর্তৃপক্ষের প্রাথমিক অনুমান, গলিত ইস্পাত পানির সংস্পর্শে আসার ফলে বিস্ফোরণ ঘটতে পারে। আবার অন্যদিকে স্টেট প্রটেকশন অফিস সোশ্যাল মিডিয়া জানিয়েছেন, প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে কোনও যন্ত্রপাতি ভেঙে যাওয়ার কারণে এই বিস্ফোরণ ঘটেছে।
এক বিবৃতিতে কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, এপিজাকো শহরের একটি ইস্পাত কারখানায় বিস্ফোরণের জন্য প্রাণহানি ঘটেছে। নিহতরা সকলে কারখানার শ্রমিক। আপাতত কারখানাটি বন্ধ রয়েছে। সিমেক জানিয়েছে, কীভাবে এই কাণ্ড ঘটেছে তা জানতে তদন্ত শুরু করা হয়েছে।
শহর প্রশাসন জানিয়েছে, কি কারণে এই বিস্ফোরণ ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। এরইমধ্যে বিস্ফোরণের কারণ জানতে তদন্তে নেমে পড়েছে স্থানীয় পুলিশ প্রশাসন।