ইসরায়েলি হামলায় লেবাননে ৩ শিশুসহ ২০ জন নিহত
আমাদের ডেস্কঃ
লেবাননের জবেইল জেলার আলমাতে হামলা চালিয়ে তিন শিশুসহ অন্তত ২০ জনকে হত্যা করেছে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আজ রোববার (১০ নভেম্বর) এই খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
সংবাদ মাধ্যমটি বলছে, রোববার ইসরায়েলি হামলায় রাজধানী বৈরুতের উত্তরে আলমাত গ্রামে ২০ জন নিহত হয়েছে। এদের মধ্যে অন্তত তিনজন শিশু রয়েছে। এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, রোববার দিনব্যাপী হামলায় অন্তত ১২ জন প্রাণ হারিয়েছে। এর কয়েক ঘণ্টা পর কর্মকর্তারা জানান নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে।
আলমাতের শিয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ গ্রামটি খ্রিস্টান অঞ্চলে অবস্থিত। এটি দক্ষিণ বৈরুত এবং দক্ষিণ ও পূর্ব লেবাননের হিজবুল্লাহর ঐতিহ্যবাহী শক্তিশালী ঘাঁটির বাইরে। এর আগে বৈরুতে সেপ্টেম্বরের শেষের দিক থেকে ইরান-সমর্থিত আন্দোলনের বিরুদ্ধে যুদ্ধে ব্যাপক বোমাবর্ষণ করে ইসরায়েল। তবে নতুন করে আলমাতে হামলা চালালো দখলদার বাহিনী।
এদিকে লেবাননের সরকারী মিডিয়া বলছে, দেশটির প্রধান পূর্বাঞ্চলীয় শহর বালবেকের একটি বাড়িতে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। যদিও ওই এলাকা থেকে জোরপূর্বক বাস্তুচ্যুতির আদেশ ইতোপূর্বে ইসরায়েলি বাহিনীর দেয়নি।
এর আগে শনিবার (০৯ নভেম্বর) ইসরায়েলের বিমান হামলায় লেবাননে ২০ জনের প্রাণহানি ঘটে। এদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে বলে জানায় লেবাননের কর্তৃপক্ষ। দক্ষিণ বৈরুতের উপশহরে ইসরায়েলের ভারী বোমাবর্ষণের পর এই প্রাণহানির খবর সামনে আসে। এছাড়া শুক্রবার রাতে উপকূলীয় শহর টায়ারে দখলদার বাহিনীর হামলায় সাতজন নিহত হন। ইসরায়েলি সামরিক বাহিনী শহরটির বিভিন্ন অঞ্চল খালি করার নির্দেশ দিলেও শুক্রবারের হামলার আগে কোনো সতর্কতা জারি করেনি ইসরায়েল।