১০ মাঘ, ১৪৩২ - ২৩ জানুয়ারি, ২০২৬ - 23 January, 2026

গঙ্গাচড়ায় ঝুঁকিপূর্ণ শিশু ও পরিবারের জন্য স্বাস্থ্য বীমা ক্যাম্পেইন অনুষ্ঠিত

1 day ago
57


নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গঙ্গাচড়া এরিয়া প্রোগ্রামের একস্ট্রাকভার হেল্থ ইনস্যুরেন্স প্রকল্পের উদ্যোগে স্বাস্থ্য বীমা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) উপজেলার গজঘন্টা ইউনিয়নের তালুকহাবু গ্রামে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্য ঝুকিঁপূর্ণ শিশু ও তার পরিবারের জন্য স্বাস্থ্য সেবা প্রদান, পারিবারিক সঞ্চয় বৃদ্ধি ও টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে স্বাস্থ্য বীমা ক্যাম্পেইন পরিচালিত হয়।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আলেমুল বাশার প্রধান অতিথি হিসেবে এ ক্যাম্পেইন উদ্বোধন করেন।

এসময় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, এই ক্যাম্পেইন শিশুদের সুস্থ ও স্বাভাবিক বিকাশে উৎসাহিত করে এবং বাবা-মায়েদের স্বাস্থ্যকর জীবনযাত্রা সম্পর্কে সচেতন করে তোলে। তিনি ক্যাম্পেইনে উপস্থিত সবাইকে যার যার অবস্থান হতে শিশু স্বাস্থ্য উন্নয়ন ও কল্যাণে ভূমিকা রাখার জন্য আহ্বান জানান।

এরিয়া ম্যানেজার লিওবার্ট চিসিম এর সভাপতিত্বে স্বাস্থ্য বীমা প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য,কাযক্রম ও সেবাসমূহ তুলে ধরেন প্রকল্পের প্রজেক্ট অফিসার মনিকা রায়।

এরিয়া ম্যানেজার বলেন, “অসুস্থতা বলে কয়ে আসে না, কিন্তু আর্থিক সংকটের কারণে যেন কেউ চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই আমাদের এই স্বাস্থ্য বীমা প্রকল্প। আমরা চাই প্রতিটি পরিবার একটি নিরাপদ ও সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করুক।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাঃ আশিকুর রহমান, প্রোগ্রাম অফিসার ফারুক হোসাইন, সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি, শিশু ও যুব প্রতিনিধি, বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যাক্তিবর্গ এবং প্রকল্পের সুফল উপকারভোগীবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth