১০ মাঘ, ১৪৩২ - ২৩ জানুয়ারি, ২০২৬ - 23 January, 2026

নীলফামারীতে বিএনপি প্রার্থী তুহিনের নির্বাচনী প্রচারণা ঘিরে আনন্দ মিছিল

1 day ago
55


নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীতে বিএনপি প্রার্থী তুহিনের নির্বাচনী প্রচারণা ঘিরে আনন্দ মিছিল হয়েছে। ২২ জানুয়ারী নির্বাচনী বৈতরণী যাত্রায় হাজার নেতা কর্মীদের ঢল নামে।

সকাল ১১টা থেকেই নীলফামারী সদর উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দলে দলে নীলফামারী ডিসি অফিসের চত্বরে অংশগ্রহণ করেন। এতে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ মহিলা দলের বিপুলসংখ্যক নেত্রী ও কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। পরে একটি বিরাট মিছিলের বহর নীলফামারী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড় হয়ে শহীদ রুবেল চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারী নেতা-কর্মীরা দলীয়  নির্বাচনী প্রতীক সম্বলিত ব্যানার-ফেস্টুন বহন করেন।

মিছিলটি শুরুর আগে দুপুর ১টায় ডিসির মোড় চত্বরে নীলফামারী -২ আসনের বিএনপির প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম শুরুর প্রাক্কালে সংক্ষিপ্ত বক্তব্যকালে বলেন, বিএনপি ৭১ এর শক্তি। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বাংলাদেশের পক্ষের শক্তি। বিএনপি একাত্তরে ছিল এখনও আছে। একটি দল কিসের জন্য টিকিট বিক্রি করছে? এই টিকিট দুনিয়াতে পাওয়া যায় না। এটি ফেক টিকিট।  তারা মা বোনদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। মা বোনরা বিভ্রান্ত হবেন না। তারা বলছেন রোজা ও পূজার মুদ্রার এপিট ওপিট। ৭৫ অভ্যুত্থানের পরে শহীদ জিয়ার আগমন ঘটে। তিনি স্বেচ্ছায় আসেন নাই। দেশের ক্রান্তিকালে সিপাহী-জনতা সহ সবাই মিলে তাকে নিয়ে এসে দেশে স্থিতি আনেন।  তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া দেশের প্রথম প্রধানমন্ত্রী। ৩ বার তিনি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন। ২০২৪ অভ্যুত্থানেও বিএনপি অগ্রণি ভুমিকায় ছিল। বিএনপির হাজার হাজার নেতা-কর্মীদের গুম ও খুন করা হয়েছে। গণতন্ত্রের জন্য আমারা আমাদের মা’কে হারিয়েছি। তাঁর নাম অমর হয়ে থাকবে। গণতন্ত্রের জন্য জীবণ উৎসর্গ দেওয়া আর কাউকে খুঁজে পাওয়া যাবে না।

সেই মায়ের আত্বত্যাগ বলিয়ান করতে আসুন আমরা সবাই মিলে ধানের শীষে ভোট দেই। এসময় আরো উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য বিএনপি নেত্রী বিলকিস ইসলাম স্বপ্না, নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি আলমগীর সরকার, জেলা বিএনপি আাহ্বায়ক মীর সেলিম, সদস্য সচিব সাইফুল্লাহ রুবেল প্রমুখ।    

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth