১০ মাঘ, ১৪৩২ - ২৩ জানুয়ারি, ২০২৬ - 23 January, 2026

গঙ্গাচড়ায় কাভার্ডভ্যানকে ধাওয়া করে বিপুল পরিমান মাদক উদ্ধার

4 days ago
285


নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়ায় কাভার্ডভ্যানকে ধাওয়া করে বিপুল পরিমান মাদক উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারী) ভোরে উপজেলার লহ্মীটারী ইউনিয়নে মাদক কারবারীদের ফেলে রাখা কাভার্ডভ্যান থেকে ১৮৯ বোতল এসক্যাফ, ৫৪০ বোতল ফেন্সিডিল, ১৬৬ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন, রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-এ) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান।

তিনি জানান, লালমনিরহাট থেকে কাভার্ডভ্যানে করে বিপুল পরিমান মাদক রংপুরে আসছিল এমন খবরে সোমবার ভোরে লালমনিরহাট পুলিশের গোয়েন্দা বিভাগ মাদক কারবারীদের গতিবিধি শনাক্ত করে পিছু নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বেপরোয়াভাবে কাভার্ডভ্যানটি রংপুরের দিকে আসতে থাকে। লালমনিরহাট সীমানা অতিক্রম করায় লালমনিরহাট জেলা পুলিশ গঙ্গাচড়া থানাকে বিষয়টি অবহিত করে। পুলিশের ধাওয়ায় লহ্মীটারী ইউনিয়নে কাভার্ডভ্যানটি রেখে পালিয়ে যায় মাদক কারবারীরা। এ সময় পুলিশ কাভার্ডভ্যানের ভেতরে থাকা ৮৮৫ বোতল মাদক উদ্ধার করে।

অতিরিক্ত পুলিশ সুপার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান বলেন, জব্দ থাকা কাভার্ডভ্যানের মালিকের সন্ধান করা হচ্ছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ ঘটনায় গঙ্গাচড়া থানায় লালমনিরহাট জেলা পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth