২৩ অগ্রহায়ণ, ১৪৩২ - ০৭ ডিসেম্বর, ২০২৫ - 07 December, 2025

নাগেশ্বরীতে জাতীয় যুব দিবস পালিত

আমাদের প্রতিদিন
1 year ago
290


নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে। দক্ষ যুব গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ, এই প্রতিপাদ্য বিষয়ে উপজেলা প্রশাসন যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপলক্ষে বেলা ১১টায় একটি যুব ্যালি উপজেলা প্রশাসন চত্বরের সামন থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ অডিপরিয়ামে আলোচনাসভায় এসে মিলিত হয়। সেখানে শপথ বাক্য পাঠ করেন উপস্থিত অতিথিবৃন্দ যুব সদস্যসহ সকল দর্শকবৃন্দ। পরে আলোচনাসভা, যুব ঋণের চেক গাছের চারা বিতরণ, সফল আত্মকর্মী এবং যুব সংগঠককে ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন অফিসার ময়দান আলির সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখ্খারুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী ফিরোজ কবীর, বিশিষ্ট সঙ্গীত ব্যাক্তিত্ব সুব্রত ভট্টাচার্য, নেওয়াশী ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান মুকুলসহ অনেকে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth