২৮ অগ্রহায়ণ, ১৪৩১ - ১২ ডিসেম্বর, ২০২৪ - 12 December, 2024

রংপুর জেলা ইজতেমায় জুমার নামাজে লাখো মানুষ

আমাদের প্রতিদিন
1 week ago
90


আব্দুল্লাহ আল আমিনঃ

গত বৃহস্পতিবার ফজরের নামাজের পর শুরু হওয়া তিনদিন ব্যাপী রংপুর জেলা ইজতেমার দ্বিতীয় দিন শুক্রবার জুমার নামাজে লাখো মানুষের উপস্থিত হয়ে জামাতে নামাজ আদায় করেন।

সরেজমিনে দেখা যায়, রংপুর নগরীর আমাশু কুকরুল সড়কের পাশে নিউ জুম্মাপাড়া ঈদগাহ ময়দানে শুক্রবার জুমার নামাজের জন্য সকাল হতে মানুষের উপস্থিতি বাড়তে থাকে, ইজতেমার মাঠটি বেলা ১২ টার পরে পূর্ণ হয়ে যায়। পরে নামাজের সময় মাঠ আশপাশের রাস্তা বন্ধ করে নামাজ পড়েন আগত মুসল্লিরা।

ইজতেমায় সংশ্লিষ্ঠ সূত্রে জানা যায়, রংপুর জেলা ইজতেমায় রংপুর জেলার উপজেলা সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডের প্রায় অর্ধলাখ মুসল্লি অংশ নিয়েছে। সেই সঙ্গে ঢাকাসহ বিভিন্ন জেলা হতে আগত আলেম-উলামা মুরব্বীরা উপস্থিত আছেন। তারা শনিবার আখেরী মোনাজাত পর্যন্ত থাকবেন। প্রতিবছরের মতো এবারেও শুক্রবারে বড় জামায়াতের মাধ্যমে জুমার নামাজ আদায় করা হলো। কাল শনিবার দুপুরের আগে আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমার কার্যক্রম শেষ হবে।

সূত্রটি জানান, রংপুর জেলা ইজতেমা উপলক্ষে প্রায় মাস থেকে আয়োজনের প্রস্তুতি নেয়া হয়েছে। ঈদগাহ ময়দানের পুরোটা জুড়েই সামিয়ানা টানানো হয়েছে। মাঠে এবারে একসঙ্গে প্রায় ৫০ হাজার মুসল্লি মাঠে অবস্থান করছেন। মাঠের দক্ষিণে অযুখানা এবং সড়কের পূর্ব পাশ্বে পয়ঃনিষ্কাশনে শৌচাগার, পাম্প ট্যাংকি স্থাপন করা হয়েছে। এছাড়াও বিভিন্ন পন্থায় ইজতেমায় বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।

এদিকে দেখা যায়, ইজতেমার মাঠসহ আশপাশের এলাকাতে আইনশৃঙ্খলা বাহিনী স্বেচ্ছাসেবীরা নিরাপত্তা বেষ্টনি তৈরি করে রেখেছে। পাশাপাশি পোশাকধারী সাদা পোশাকে নিরাপত্তা ব্যবস্থাও রয়েছে।

জানতে চাইলে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী বলেন, রংপুর জেলা ইজতেমার সার্বিক দিক বিবেচনায় নিয়ে ইজতেমা আয়োজকদের সঙ্গে বসে কথা বলে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth