রংপুরে কৃষক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের আগামী ৯০ দিন এর ইউনিয়ন কৃষক সম্মেলন উপলক্ষে রংপুর বিভাগীয় উপ-কমিটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
গতকাল (২৯ নভেম্বর)শুক্রবার রাতে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষক দলের উপ-কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এড. আবুল বাশার আকন্দ। আরও উপস্থিত ছিলেন উপ কমিটির কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারন সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন, ইয়াছিন আলম আক্কাস, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক কৃষিবিদ ও কবি একরামুল হক একরাম, কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শাহ্ নেওয়াজ লাবু, মোঃ আনোয়ার শাহাদত, সহ-পল্লী উন্নয়ন সম্পাদক এ বাকের বিল্লাহ মুন, সদস্য কৃষিবিদ পারভিন আক্তার, মাহমুদুল হাসান, এ্যাড. আব্দুল আজিজ। অনুষ্ঠানে সঞ্চলনায় ছিলেন সম্মানিত সদস্য সচীব কৃষিবিদ শাহাদৎ হোসেন বিপ্লব। আর উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত কৃষক দল এর সভাপতি/ আহবায়ক, সাধারন সম্পাদক/সদস্য সচীববৃন্দ।