১ মাঘ, ১৪৩১ - ১৪ জানুয়ারি, ২০২৫ - 14 January, 2025

রংপুর মেরিন একাডেমিতে ক্যাডেটদের ৩য় ব্যাচের সমাবর্তন অনুষ্ঠান

আমাদের প্রতিদিন
1 month ago
96


পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগঞ্জে আজ (১১ ডিসেম্বর) বুধবার আড়ম্বরপুর্ন পরিবেশের মধ্যে দিয়ে মেরিন একাডেমিতে ৩য় ব্যাচের ক্যাডেটদের সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রংপুর মেরিন একাডেমির কমান্ডেন্ট ক্যাপ্টেন সাহেদ সাত্তার (ট্যাজ), বিসিজিএ,পিএসসি, বিএন । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌ পরিবহন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুব। রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল,পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগমসহ বিভিন্ন প্রশাসনিক পদস্থ কর্মকর্তা, ক্যাডেটদের অভিভাবক ও বিশিষ্টজনরা এতে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সচিব বলেন,বাংলাদেশের নৌ পরিবহন সেক্টরে মেরিন একাডেমির ক্যাডেটগন অসামান্য অবদান রেখে চলছে। এদের সুনাম ছড়িয়ে পড়েছে বহির্বিশ্বে। তাই বর্তমান সরকার নৌ পরিবহন সেক্টরে আরও উন্নয়নের জন্য বেশ কিছু উন্নয়নমুলক পদক্ষেপ গ্রহন করেছে।

তিনি ক্যাডেটদের উদ্যেশ্যে আশাবাদ ব্যক্ত করে  বলেন, ক্যাডেটগন সততা ও আন্তরিকতার সাথে কর্মজীবনে সফলতা বয়ে আনবে দেশের উন্নয়নে সহায়ক হবে এটাই প্রত্যাশা করি। সমাবর্তন অনুষ্টানে প্রধান অতিথি দীর্ঘক্ষন ধরে ক্যাডেটদের প্যারেড পরিদর্শন  এবং কৃতিদের ক্যাডেটদের মাঝে ক্রেষ্ট প্রদান করেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth