৬ চৈত্র, ১৪৩১ - ২১ মার্চ, ২০২৫ - 21 March, 2025

বীরগঞ্জে উপজেলা পর্যায়ের অবহিতকরণ ও কর্ম-পরিকল্পনা সভা অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
1 week ago
75


বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন দিনাজপুরের বীরগঞ্জে উপজেলা পর্যায়ের অবহিতকরণ ও কর্ম-পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় পুষ্টি সেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান মহাখালী এর আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে উপজেলা পরিষদ মিলনায়তনে অবহিতকরণ ও কর্ম-পরিকল্পনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আফরোজ সুলতানা এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক ফরিদ বিন ইসলাম, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এইচআই (ইনচার্জ) ঘনশ্যাম কর্মকার, এমটি ইপিঅই মোঃ সাবুল ইসলাম প্রমুখ। এ সময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এনজিও প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, "এই কর্মসূচী সফল করার লক্ষ্যে ব্যাপকভাবে প্রচার প্রচারণা জরুরি। আমাদের পরবর্তী প্রজন্মের সুস্থতার কথা চিন্তা করে ভিটামিন ‘এ’ প্লাস  ক্যাম্পেইন সফল করা সবার দায়িত্ব।

ঐ দিন ৬-১১ মাস বয়সী সকল শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের বুকের দুধের পাশাপাশি ঘরে তৈরি পরিমাণমতো সুষম খাবার খাওয়ানো বিষয়ে পুষ্টিবার্তা প্রচার করা হবে।

  

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth