রংপুরে গণমানুষের আওয়াজের প্রতিষ্ঠান বার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক :
দৈনিক গণমানুষের আওয়াজ এর ৯বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রংপুর রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে রংপুর ব্যুরো অফিস আয়োজন করেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন। এসময় রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে) সভাপতি ও গণমানুষের আওয়াজ রংপুর ব্যুরো প্রধান সালেকুজ্জামান সালেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুল আজিজ চৌধুরী সাঈদ, সিনিয়র সহ সভাপতি শফিউল করিম শফিক, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম সুমন, সদস্য মমিনুল ইসলাম রিপন প্রমুখ।
এসময় প্রচার সম্পাদক ফাহাদ হোসেন সাহস, ক্রিড়া সম্পাদক মেজবাহুল হিমেল, সদস্য রেজওয়ান কবির রনিসহ ক্লাবের সদস্য উপস্থিত ছিলেন।