৩১ আষাঢ়, ১৪৩২ - ১৬ জুলাই, ২০২৫ - 16 July, 2025

হাতীবান্ধা ও পাটগ্রামে সীমান্তে ১২ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী

1 month ago
75


পাটগ্রাম ( লালমনিরহাট)  প্রতিনিধি:

লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ ইন করলো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (১২ জুন) ভোরে পাটগ্রামের শ্রীরামপুর ইউনিয়নের ঝালঙ্গী সীমান্ত দিয়ে ৭ জন ও একই দিনে হাতীবান্ধার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্ত দিয়ে ৫ জনকে পুশ ইন করা হয়। 

সংশ্লিষ্ট সীমান্তের বিজিবি ও স্থানীয়দের সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে। 

পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাদেরকে আটক করে। পুশইনের শিকার ব্যক্তিরা বাংলাদেশি বলে জানা গেছে। তাদের বাড়ি লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট গ্রামে।

বিজিবি ও স্থানীয়রা জানায়, বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮৫০ নম্বরের বাংলাদেশের শ্রীরামপুর ইউনিয়নের ঝালঙ্গী পকেট সীমান্ত ও বিপরীতে ভারতের কোচবিহার রাজ্যের মেখলিগঞ্জের পানিশালা সীমান্ত। এ সীমান্ত দিয়ে বৃহস্পতিবার ভোরে ভারতের ১৫৯ বিএসএফ ব্যাটালিয়নের ডোরাডাবরী ক্যাম্পের সদস্যরা ৩ জন শিশু, ৩ জন নারী ও ২ জন পুরুষকে পুশ ইন করে। বাংলাদেশের ১ কিলোমিটার অভ্যন্তরের আউলিয়ারহাট বাজারে শিশুদেরকে নিয়ে পুশ ইনের শিকার নারী ও পুরুষেরা এলোমেলোভাবে ঘোরাফেরা করার সময় স্থানীয় বাসিন্দারা আটক করে বিজিবিকে খবর দেয়। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রংপুর ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) ঝালঙ্গী ক্যাম্পের সদস্যরা আটক করে আবারও সীমান্তের বাংলাদেশি অংশে নিয়ে রেখেছে। 

অপরদিকে ভোর ৫ টার দিকে একইদিনে বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮৮৯ নম্বরের উপপিলার ১০ নম্বরের সীমান্ত এলাকা দিয়ে ভারতের ১৫৭ বিএসএফ ব্যাটালিয়নের অমৃত ক্যাম্পের সদস্যরা হাতীবান্ধা উপজেলার বড়খাতার দোলাপাড়া সীমান্ত দিয়ে বিএসএফ ৫ জনকে পুশ ইন করে। এ সময় বিজিবি ও স্থানীয়দের বাঁধা দিলে পুশ ইনের শিকার ব্যক্তিরা ভারতীয় শূন্যরেখার ১০ গজ অভ্যন্তরে গিয়ে অবস্থান নেয়।  

উভয় সীমান্তে ভারত-বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি-বিএসএফ) সর্তক অবস্থানে রয়েছে।

বুড়িমারী বিজিবি কোম্পানি সদরের কমান্ডার সুবেদার হাফিজুল ইসলাম হাফিজ পুশ ইনের সত্যতা নিশ্চিত করে বিস্তারিত জানাতে রাজি হননি। 

এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), রংপুর ৬১ (তিস্তা-২) ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লে. কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুমের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে কথা বলা সম্ভব হয়নি।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth