৩১ আষাঢ়, ১৪৩২ - ১৬ জুলাই, ২০২৫ - 16 July, 2025

পলাশবাড়ীতে পানিতে পড়ে শিশুর মৃত্যু

3 weeks ago
41


বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা):

গাইবান্ধা জেলা  পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের ঢোলভাঙ্গা গোয়ালপাড়া গ্রামে বীজ ধান ভিজানো বালতির পানিতে পড়ে সালমান ফারসি (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

২১ জুন শনিবার  সকালে নিজ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। নিহত সালমান ওই গ্রামের মানিক মিয়ার ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, সকালে বাড়ির আঙিনায় রাখা ধান ভিজানো বালতির পাশে খেলছিল সালমান। পরিবারের সদস্যরা অসাবধানতাবশত কিছু সময়ের জন্য তার দিক থেকে দৃষ্টি সরিয়ে নিলে হঠাৎ করেই সে বালতির পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে বালতিতে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth