নীলফামারীর ডিমলায় ধানের শীষে ভোট চেয়ে সমাবেশ

নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর ডিমলায় ধানের শীষে ভোট চেয়ে সমাবেশ হয়েছে। ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের হাজীপাড়া এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয় গতকাল। ‘তারুণ্যের প্রথম ভোট তুহিন ভাইয়ের পক্ষে হোক’ এই শ্লোগানে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে অতিথি থেকে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও নীলফামারী পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক লুৎফুল কবির চৌধুরী শুভ।
বালাপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হামিদুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম এবং যুবদল নেতা আকিক চৌধুরী সমাবেশে বক্তব্য দেন।
লুৎফুল কবির চৌধুরী শুভ সমাবেশে বলেন, নীলফামারী জেলা বিএনপির অভিভাবক হলেন প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। তিনি নীলফামারী-০১ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন।
ডোমার-ডিমলা আসনে তিনি উন্নয়নে ব্যাপক অবদান রেখেছিলেন। ফ্যাসিস্ট সরকারের সময় এই এলাকাকে উন্নয়ন বঞ্চিত রাখা হয়েছে। লুটপাট হয়েছে।
বলেন, আগামী নির্বাচনে এই এলাকার উন্নয়নের কান্ডারী তুহিন ভাইকে ধানের শীষে ভোট দিয়ে জাতীয় সংসতে বসাতে চাই। তিনি সংসদে থাকলে পরিবর্তন ঘটবে গোটা নীলফামারীর।
স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।