বিরামপুরে শিক্ষকদের মানববন্ধন

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
বিরামপুর উপজেলার বে-সরকারী শিক্ষকবৃন্দ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবি এবং ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের উপর লাঠিচার্জের প্রতিবাদে বুধবার (১৫ অক্টোবর) বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন।
শহরের ঢাকা মোড়ে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বিজুল দারুল হুদা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. নূরুল ইসলাম, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শফিকুর ইসলাম মাষ্টার, চাঁদপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আ.ছ.ম. হুমায়ুন কবীর, কাটলা কলেজের প্রভাষক মোফাজ্জল হোসেন, ভবানীপুর দাখিল মাদ্রাসার সুপার গোলজার হোসেন, আদর্শ হাইস্কুলের প্রধান শিক্ষক মোকছেদ আলী, আমানুল্লাহ হাইস্কুলের প্রধান শিক্ষক মামুনুর রশিদ প্রমূখ।