৩০ আশ্বিন, ১৪৩২ - ১৬ অক্টোবর, ২০২৫ - 16 October, 2025

পীরগঞ্জে বাশিস’র আয়োজনে মানববন্ধন-বিক্ষোভ

3 hours ago
36


পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগঞ্জে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ৩ দফা দাবি বাস্তবায়ন ও শিক্ষক নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ শিক্ষক সমিতি(বাশিস)’র আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে পীরগঞ্জ প্রেসক্লাব চত্তরে ২০ শতাংশ হারে বাড়িভাড়া, ৭৫ শতাংশ হারে উৎসব ভাতা ও চিকিৎসা ভাতার দাবিতে ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলা, বেধড়ক লাঠি র্চাজ ও আটকের প্রতিবাদে সারা দেশের ন্যায় পীরগঞ্জ প্রেসক্লাব চত্বরে ওই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, পীরগঞ্জ উপজেলা বাশিসের সভাপতি আনোয়ারুল ইসলাম মান্নুর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আবু আজাদ বাবলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, পীরগঞ্জ আদর্শ বালিকা বিদ্যালয়ের শিক্ষক ইদ্রিস আলী বিএসসি, জলাইডাঙ্গা বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক শাহ্ আলম, ভীমশহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুল্লাহেল গালেব, ভেন্ডাবাড়ী বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মশিউর রহমান ফারুক, হাজী বয়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা শামীম আরা পারভীন (স্বপ্না) সহ অন্যান্য শিক্ষক নের্তৃবৃন্দ বক্তব্য রাখেন।

 বক্তারা দাবি মেনে নেওয়া সহ ও শিক্ষক নির্যাতন বন্ধের দাবী জানিয়ে বলেন এরপর শিক্ষকরা “হয় জাতীয়করণ- না হয় মরন” এই ১ দফা দাবীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দেয়। পরে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরেরর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। 

পরে শিক্ষকদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন রংপুর - ৬ (পীরগঞ্জ) আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী রংপুর জেলা বিএনপির আহবায়ক জনাব মোঃ সাইফুল ইসলাম এবং  বাংলাদেশ জামায়াতে ইসলামী মাওলানা মোঃ নুরুল আমিন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth