৩০ আশ্বিন, ১৪৩২ - ১৫ অক্টোবর, ২০২৫ - 15 October, 2025

সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

3 hours ago
13


হযরত বেল্লাল,সুন্দরগঞ্জ (গাইবান্ধা:  

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় রবি মৌসুমে কৃষি প্রণোদনার কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ কেন্দ্র চত্বরে বীজ ও সার বিতরণ করেন উপজেলা নিবার্হী অফিসার রাজ কুমার বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার মো. রাশিদুল কবির, কৃষি সম্প্রসারণ অফিসার মো. মিজানুর রহমান, সহকারি কৃষি অফিসার মো. সাদেক হোসেন, উপসহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী মো. খোকন রানা, উপজেলা কৃষক দলের সভাপতি মো. ফারুক হোসেন প্রমূখ। জানা গেছে, উপজেলার পনের ইউনিয়ন ও একটি পৌর সভার ৪৩০ জন কুষকের মাঝে এই বীজ এবং সার বিতরণ করা হবে। এর মধ্যে বসতবাড়িতে সবজি  ১৫০ জন, লাউ ৪০ জন, বেগুন ৮০ জন, মিষ্টি কুমড়া ৮০ এবং শসা ৮০জন। এছাড়া প্রতিজন কৃষককে ২০ কেজি করে সার দেয়া হবে।  

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth