৩০ আশ্বিন, ১৪৩২ - ১৫ অক্টোবর, ২০২৫ - 15 October, 2025

নীলফামারীতে সাদাছড়ি নিরাপত্তা দিবস  পালন, পাঁচ ব্যক্তিকে সাদাছড়ি প্রদান

3 hours ago
15


নীলফামারী প্রতিনিধি:

বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে নীলফামারীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দুপুরে (১৫অক্টোবর) জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দীকের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা শাহজাহান আলী।

অন্যান্যের মধ্যে নীলফামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) এম আর সাঈদ, সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক নুসরাত ফাতেমা, প্রবেশন কর্মকর্তা ফরহাদ হোসেন ও শহর সমাজ সেবা কার্যালয়ের কর্মকর্তা হৃদয় হোসেন বক্তব্য দেন।

অনুষ্ঠানে পাঁচজন দৃষ্টি প্রতিবন্ধীকে পাঁচটি সাদাছড়ি প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

এরআগে জেলা প্রশাসক কার্যালয় থেকে শুরু করে একটি র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

‘সাদাছড়ির আধুনিকায়ন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত দিবসের কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন, জেলা সমাজ সেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth