জলঢাকায় বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকা উপজেলায় বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। আজ বুধবার দুপুর ২টায় উপজেলা স্টেডিয়াম মাঠে তার জানাযা অনুষ্ঠিত হয়। এর আগে সেখানে রাষ্ট্রের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিনকে গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন ও থানা অফিসার ইনচার্জ আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন। পরে মরহুম কে কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। তিনি রাত সারে ৩টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। এসময়
উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিনের মৃত্যুতে আমরা একজন সত্যিকারের দেশপ্রেমিককে হারালাম। মুক্তিযুদ্ধে তার অবদান জাতি চিরকাল স্মরণ রাখবে। তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জলঢাকা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান, জলঢাকা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মমিনুর রহমান, জলঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন ও শ্রমিক দলের সভাপতি আমিনুর রহমান প্রমুখ।