২২ অগ্রহায়ণ, ১৪৩২ - ০৬ ডিসেম্বর, ২০২৫ - 06 December, 2025

কুড়িগ্রামে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধ দিবস কর্মবিরতি

1 day ago
38


কুড়িগ্রাম প্রতিনিধি:  

কুড়িগ্রামে সকল মেডিকেল টেকনোলজিস্ট ও ডিপ্লোমা ফার্মাসিস্টদের ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করছে জেলা মেডিকেল টেকনোলজিস্ট ও ডিপ্লোমা ফার্মাসিস্ট ১০ গ্রেড বাস্তবায়ন পরিষদ।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে নিজ নিজ কর্মস্থলে কর্মবিরতি দিয়ে তারা কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন।

কর্মবিরতির ফলে দূর-দূরান্ত থেকে আসা রোগী ও স্বজনরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পরে। বিশেষ করে রোগ পরীক্ষা-নিরীক্ষা বন্ধ থাকায় অনেকেই বিপাকে পরেন। পাশাপাশি বিনামূল্যে ঔষধ নিতে আসা অসহায় রোগীদেরও ভিড় লক্ষ্য করা যায়।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট হাফিজুর রহমান, আরিফুল ইসলাম আরিফ, এরশাদ আলী, রোকনুজ্জামান সরকার রোকন, পরিবার পরিকল্পনার ফার্মাসিস্ট রাসেল অভি, ফার্মাসিস্ট আসাদুজ্জামান শামীম, মমিনুল ইসলাম প্রমুখ।

বক্তারা জানান, দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও সমশিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ডিপ্লোমা প্রকৌশলী, নার্স ও কৃষিবিদদের মতো ১০ম গ্রেডে উন্নীত করা হয়নি তাদের। তাদের অভিযোগ, বারবার কাগজ যাচাই-বাছাই ও দাপ্তরিক জটিলতার কারণে ন্যায্য দাবিটি বছরের পর বছর আটকে আছে।

দ্রুত ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানিয়ে বক্তারা বলেন, আজ অর্ধদিবস কর্মবিরতি চলছে; দাবিতে অগ্রগতি না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতিসহ অন্যান্য কর্মসূচি পালন করা হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth