১০ মাঘ, ১৪৩২ - ২৪ জানুয়ারি, ২০২৬ - 24 January, 2026

নীলফামারীতে ইউপি চেয়ারম্যানসহ ৯ জন বিএনপিতে যোগদান

3 days ago
34


নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে সদর উপজেলার ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকিরসহ ৯ জন জনপ্রতিনিধি বিএনপিতে যোগ দিয়েছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে জেলা শহরের পৌর বাজারে বিএনপি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নীলফামারী-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের হাতে ফুল দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করেন।যোগদানকারীদের মধ্যে রয়েছেন ইউপি সদস্য মশিউর রহমান, মজিবুল হক, বিজয় চন্দ্র, আহাদ আলী, মোহাম্মদ মজনু এবং সংরক্ষিত নারী সদস্য মনি বেগম, আঞ্জুআরা বেগম ও মমতা বেগম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, নীলফামারীকে আধুনিক শিক্ষা ও স্বাস্থ্যনগরী হিসেবে গড়ে তোলাই তার লক্ষ্য। নির্বাচিত হলে জেলায় ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি এবং পাঁচ বছরের মধ্যে নীলফামারীকে রংপুর বিভাগের শ্রেষ্ঠ জেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।

ইউপি চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকির বলেন, নীলফামারীর উন্নয়নে তুহিনের নেতৃত্বে আস্থা রেখেই তারা বিএনপিতে যোগ দিয়েছেন।

অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, সদস্য সচিব এএইচএম সাইফুল্লাহ রুবেলসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth